Fiction
আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি । কিংবা যদি বলি তুমি আলোর মতোই ভালো ,আমি মেঘের মত ম্লান, তোমার রূপালী রোদ ঠোঁটে, আমার বেঁচে থাকার গান । এমন সহজ সরল ভাবে যাঁর কবিতা বুকের গভীরে গিয়ে কড়া নাড়ে,আধুনিক কবিতার জটিলতা থেকে দূরে যার শব্দ টুপ করে ঝরে পড়ে ঘাসের শিশির হয়ে চোখের দিঘীতে, যিনি শুধু মাত্র একজন কবিই নন , একজন ঔপন্যাসিক, কথাসাহিত্যক, লেখনের জাদুতে যিনি হয়ে উঠেছেন সমকালের তরুণ তরুণীদের প্রাণোচ্ছ্বাস । কলকাতা বা বাংলা দেশ বইমেলায় যিনি যুবক যুবতীদের hearthrob , যাঁর অটোগ্রাফ বুকে ধরে রাখতে দীর্ঘ লাইন পড়ে যায়, সেই শব্দের জাদুকর সাদাত হোসাইন আগামী কাল রাত নটায় থাকছেন podcast চ্যানেল পারু-কথা by পারমিতার আড্ডা ঘরে । তুমি থাকছো তো ? এবারে শুধু শোনা নয় এই অনুষ্ঠান তুমি দেখতেও পাবে । ফেসবুক,ইউটিউব এবং স্পটিফাইতে এই আড্ডা শুধু তোমার বা তোমার মত যারা সাদাতকে ভালোবাসেন তাদের জন্য তোলা থাকবে । ভুলে যেওয়া না কিন্তু । সাত জুলাই রাত নটায় দেখা হচ্ছে আড্ডাঘর এ । ততক্ষণ ভালো থেকো কেমন ? টা টা ।