একই দিনে পালিত হল প্রবারণা পূর্ণিমা, ঈদে মিলাদুন্নবী এবং কোজাগরী লক্ষ্মীপূজা

Share:

SBS Bangla - এসবিএস বাংলা

News


মহাকালের এক মহেন্দ্রক্ষন ছিল গত ২০ অক্টোবর। সেদিন ছিল মুসলিমদের ঈদে মিলাদুন্নবী, হিন্দুদের লক্ষীপূজা এবং বৌদ্ধদের প্রবারণা পূর্নিমা। অস্ট্রেলিয়া প্রবাসীরা কিভাবে পালন করেছেন সেই দিনটি, কি তাদের ভাবনা— তা নিয়েই এই প্রতিবেদন।