Arts
আজকের পডক্যাস্টের মূল উদ্যোক্তা মিত্রাঙ্গন। সঞ্চালনায় ফারজাহান রহমান শাওন। আলোচনায়: রিটন খান ও আশফাক স্বপন ‘বইয়ের হাট’-এর সূত্রপাত একটি সরল ভাবনা থেকে। ডিজিটাল জমানা বইয়ের প্রচার-প্রসারে এক নতুন যুগের সূচনা করেছে। বহু উন্নত দেশ এই ডিজিটাল মাধ্যমের সোয়ার হয়েছে, আর ই-বইয়ের ফলে বইয়ের প্রসার বহুগুণ বেড়েছে। এই সুযোগ গ্রহণ করতে বাংলা বই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের লক্ষ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আনাচে কানাচে বাংলা বই সহজলভ্য করে দেব। আমাদের পডকাস্টে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন podcast@boierhut.com এই ঠিকানায়। আমাদের সাথে থাকুনঃ http://podcast.boierhut.com/ Apple Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/apple Google Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/google Spotify Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/spotify Youtube এ আমাদের ঠিকানাঃ boierhut.live