Arts
অন্তরিন এই নিরুদ্ধশ্বাস জীবনে কবিতাই কিছু মানুষের কাছে একটু হলেও স্বস্তি। তাই বইয়ের হাটের আয়োজনে পৃথিবীর দূরদূরান্ত থেকে আবৃত্তিকার, বাচিকশিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত এক কবিতার আসর জমেছিল অনলাইনে ২৬শে এপ্রিল ২০২০।আবৃত্তিযোগ্য কবিতা বলতে আমরা বোঝাতে চাই যে কবিতা নিভৃত-একান্ত পাঠের তাকে কিছু প্রসাধন সহযোগে অনেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। কিন্তু কবিতাকে আগে কবিতাই হতে হবে। যা আমি মানুষ হিসাবে বলতে চাই, কিন্তু ঠিক সুরটি লাগিয়ে বলতে পারি না, তাই কবির কাছে আসা। কবিতা এবং শ্রোতার মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের সেতু রচনা করেন আবৃত্তি শিল্পী, যিনি শুধু কবির কথাই বলেন না, সংযোজিত করেন নিজের অনুভবকেও। এমন সব গুণী বাচিকশিল্পীদের এবং সাথে আরও যারা ছিলেন সকলকে বইয়ের হাটের পক্ষ থেকে ধন্যবাদ। ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে ধন্যবাদ।অংশগ্রহণে ছিলেনঃ ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এনামুল হক বাবু, আশরাফুল হাসান বাবু, শুভশ্রী নন্দী, ঋচা সরকার, কাজী বুশরা আহমেদ তিথি, রাকা দত্ত, সাদেকুল করিম, রাশেদ চৌধুরী, বহ্নিশিখা গোস্বামী, মজুমদার বিপ্লব, শহিদুল ইসলাম নাজু, শুভ রক্ষিত, মাজহারুল আবেদীন, বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী , ফারজাহান রহমান শাওন, মোহাম্মাদ জামান, আরেফিন চৌধুরী, মীর বরকত, তিতাস রোজারিও, নাহিদ ফারজানা, রিজোয়ান হৃদয়, রুদ্র শংকর, আশফাক স্বপন।আমাদের পডকাস্টে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন podcast@boierhut.com এই ঠিকানায়।আমাদের সাথে থাকুনঃhttp://podcast.boierhut.com/Apple Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/appleGoogle Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/googleSpotify Podcast এ আমাদের ঠিকানাঃ boierhut.com/spotify